কল্যাণপুরঃ
কল্যাণপুর বাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ। বিশেষ করে এই সময়ের মধ্যে প্রশাসনিক কাজে গতি আনার জন্য বর্তমান জোট সরকার যতগুলা ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম এক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আজ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে কল্যাণপুরে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো আর.ডি. ডিভিশনের।
এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তর থেকে সাধারণ অংশের বিপুল সংখ্যক নরনারীরা কল্যাণপুর ব্লক চত্বরে সমবেত হতে থাকেন।
কল্যাণপুর ব্লক এর ভাইস চেয়ারম্যান রাজীব পালের সভাপতিত্যে প্রথমেই আলোচনা করেন দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ মোদক। শ্রী মোদক আশাবাদ ব্যক্ত করে বলেন আর ডি ডিভিশনের এই নতুন শাখার মাধ্যমে গোটা কল্যাণপুর এলাকার আর্থ সামাজিক ক্ষেত্রের বিকাশ আরো ত্বরান্নিত হবে। এই উদ্বোধনী পর্বে আলোচনা করতে গিয়ে মাননীয় জেলাশাসক ডি. কে. চাকমা আশা প্রকাশ করে বলেন কল্যাণপুরের বুকে আর ডি ডিভিশনের এই পথ চলার মধ্য দিয়ে গোটা এলাকার প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি পাবে , পাশাপাশি তিনি সংশ্লিষ্ট এলাকায় এই সময়ের মধ্যে ব্যাপক কাজের অগ্রগতি হয়েছে বলে প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী আজকের দিনটিকে কল্যাণপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন একটা সময় দীর্ঘ কমিউনিস্ট শাসনে কল্যাণপুর ছিল একেবারে পিছিয়ে পড়া একটা জনপদ, কিন্তু বর্তমান সময়ে গোটা কল্যাণপুরের রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে বিধায়ক দাবি করেন। দৃষ্টান্ত স্বরূপ কল্যাণপুরের বুকে স্থাপিত হওয়া সেল্টার হাউজ, পেপার ব্লকের দ্বারা তৈরী বিভিন্ন রাস্তাঘাট, সেতু, বিদ্যুতায়ন , পানীয় জলের সম্প্রসারণ ইত্যাদি বিষয়গুলা নিয়ে ব্যাপক আলোচনা করেন। আগামী দিনে কল্যাণপুরকে সাজিয়ে তুলতে আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন বিধায়ক শ্রী দাস চৌধুরী। বিধায়কের ভাষ্য অনুযায়ী যতবারই কল্যাণপুরের জন্য কিছু দাবী করেছেন, কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে দাবি করেছেন ততবারই রাজ্যের মন্ত্রীদের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সহযোগিতা পাওয়ায় কল্যাণপুরবাসীর তরফ থেকে বিধায়ক আজকের এই উদ্বোধন মঞ্চ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ বাম শাসনে কল্যাণপুরের উন্নয়ন থমকে গেছিল, এরপরেও বর্তমান জোট সরকারের আমলে যাবতীয় বাধা-বিপত্তি প্রতিকূলতাকে মাড়িয়ে কল্যাণপুর মাথা তুলে দাঁড়িয়েছে, ধীরে ধীরে কল্যাণপুর মিনি শহরে পরিণত হচ্ছে বলে বিধায়ক পিনাকী দাস চৌধুরী জোর গলায় দাবি করেন।
কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ আজকের এই উদ্বোধন মঞ্চে আর ডি ডিভিশনের এই উদ্বোধনকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করে এই উদ্বোধন পর্ব গোটা কল্যাণপুরের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। এই উদ্বোধনী মঞ্চে কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তরুণ কান্তি সরকার সহ আর ডি দপ্তরের শীর্ষ পদের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে বিধায়ক সহ অন্যান্য অতিথিরা ফলক উন্মোচনের মাধ্যমে কল্যাণপুর আর ডি ডিভিশনের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।