কল্যাণপুরঃ রাজ্যে নেশাবিরোধী অভিযানে সঙ্গে সঙ্গে সচেতনতা বাড়ানোর কর্মসূচিও হাতে নিয়েছে কল্যাণপুর থানার পুলিশ । প্রয়াস প্রকল্পে এ কাজ করে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন । নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার প্রচেষ্টাকে আরো গতি দিতে এই প্রয়াসের কর্মসূচি বলে জানান কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার তিনি আরো বলেন , শেনা মুক্ত সমাজ গঠন করে ছাত্রছাত্রীরা নব উদ্যোগ গ্রহণ করতে হবে । স্কুল পড়ুয়াদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে , আগেকার একটা সময় ছিল যে সময়টা শুধুমাত্র খেলাধুলা এবং পড়াশোনা নিয়ে শুধু মাত্র ভাবত ছাত্র-ছাত্রীরা । এখন ছাত্রছাত্রীরা যখন বাড়ি থেকে বের হয় স্কুল কিংবা টিউশন যাওয়ার জন্য অভিভাবকদের একটা চিন্তার মুহূর্তেই থাকতে হয়, কেননা রাস্তা পারাপারের সময় কোন যানবাহনে সে ধাক্কা মেরে দেয় , এবং কোন নেশা জাতীয় যেমন ড্রাগস এবং হিরোইনে আসক্ত হয়ে যায় কি সেই দিকে চিন্তিত থাকে অভিভাবক মহল । তিনি আরো বলেন কোথায় থেকে আসে এই নেশা সামগ্রী গুলি সেই দিকে নিজ এলাকায় এবং নিজ পাড়ার দায়িত্ব নিতে হবে আজকের দিনের এই কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের । আগামী দিন সুন্দর ভবিষ্যৎ হলে তোমরা, সমাজের অসামাজিক কাজে পুলিশ এবং সমাজ প্রতিষ্ঠিত সমাজসেবীদের সাহায্য করা তোমাদের বর্তমান সময়ের কাজ কথাগুলো বললেন কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার । শনিবার বেলা ১২টায় ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আইনি প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে । এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কৃপেশ দেব সভাপতির করে আলোচনা করেন অতিথিরা, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার ছাড়া আরো উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রেস ক্লাবের সম্পাদক রাজীব ঘোষ, প্রেস ক্লাবের কোষাধক্ষ্য রাখাল ভট্টাচার্য এবং প্রেস ক্লাবের সম্পাদক রাজীব ঘোষ আলোচনা করতে দিয়ে বলেন, আজকের দিনের ছাত্র আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা, তাই ছাত্রছাত্রীরা তোমরা এমন একটি জায়গায় রয়েছো , আগামী দিনের সমাজকে সুন্দর নেশামুক্ত তোমাদের ভূমিকা অপরিসীম তাই তোমরা কে আরো সতর্ক ও নিজের বাড়ি ঘর ও আত্মীয় পরিজনদের নেশার কবর থেকে দূরে সরে আসতে আহ্বান করতে হবে, তোমাদের উজ্জ্বল চিন্তার ভবিষ্যৎ করেই তোমাদের আপনজনরা হয়তো নেশা ছেড়ে দেবে । এবং তিনি আহ্বান জানাই ছাত্র ছাত্রীদেরকে নেশা সামগ্রী সহ নেশাদ্রব্য সেবনকারীদের কোন আছ পেলে সরাসরি প্রশাসন এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি ছাত্র-ছাত্রীদেরকে। আজকের এই ঘিলাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর আইনি প্রয়াস কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক দিলীপ বিশ্বাস বলেন অকালীন নেশায় আসক্ত হয়ে কম বয়সের ছেলে মেয়েরা মৃত্যুবরণ করছে । বর্তমানে নেশা বর্জন করে খেলাধুলায় মনোযোগী হয়ে সুন্দর সমাজ গঠন করার জন্য ছাত্র-ছাত্রীদের কাছে আহ্বান জানান যাতে করে নিজের আপন জনকে নেশা মুক্ত থেকে দূরে সরিয়ে আনার আহ্বান রাখেন তিনি । আজকের এই পুলিশের প্রয়াস কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্যরা শিক্ষকরা উপস্থিত ছিলেন । সকলেই নেশামুক্ত ত্রিপুরা গঠনের উপর গুরুত্ব আরোপ করেন ।