Home ত্রিপুরা বহু প্রতিক্ষিত সেতুর উদ্ভোধনে এক হল শান্তির বাজার ও করবুক

বহু প্রতিক্ষিত সেতুর উদ্ভোধনে এক হল শান্তির বাজার ও করবুক

by News On Time Tripura
0 comment
শান্তিরবাজার

শান্তিরবাজারঃ শান্তির বাজার থেকে বগাফা হয়ে প্রায় ২৫ কিলোমিটার দুরে করবুক বাজার। এই ২৫ কিলোমিটারের মধ্যে বসবাস করা লোকের সিংহ ভাগ উপজাতী। তাদের জীবন যাপনের এক মাত্র লাইফ লাইন এই সড়ক। হাসপাতাল,বাজার,স্কুল থেকে শুরু করে সকল প্রয়োনীয় স্থানে চলাচলের এক মাত্র সড়ক। কিন্তু এই সড়কের মধবর্তি স্থলে অকামা এলাকায় এক লোহার সেতু দীর্ঘ্য বছর ধরে মরন ফাদে পরিনত হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী মেনে পুর্তদপ্তর ২০২০ সাল থেকে ১কোটি৭৫ লক্ষ্য টাকা ব্যায় করে সেতু নির্মানে হাত লাগায়। শুক্রবার বিধায়ক প্রমোদ রিয়াং এর হাত ধরে এই সেতুর উদ্ভোধন হয়। যার ফলে ঐ এলাকার তথা শান্তিরবাজার ও করবুক দুই বিধান সভার সকল মানুষ এই সড়ক ধরে যাতায়াত করতে পারবে।

You may also like