সোনামুড়া ঃ করিমগঞ্জে নর্থ ইস্ট ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করে সোনামুড়ার ছাত্ররা। নর্থ ইস্ট ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে সিপাহীজলা জেলার সোনামুড়া দুর্গাপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা, আসামের করিমগঞ্জ জেলায় হয় এই এই হিফজুল কোরআন প্রতিযোগিতা, এতে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে হাফিজ ছাত্ররা অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ১২ বছর বয়সের মোঃ রাসেল পিতা আবুল কাশেম বাড়ি সোনামুড়া আড়ালীয়া, তৃতীয় স্থান অর্জন করে একই পরিবারের দুই জন আল আমিন হোসেন বয়স ১১, পিতা কবির হোসেন এবং নাসির হোসেন বয়স ১৪ পিতা আনোয়ার হোসেন, উভয়ের বাড়ি সোনামুড়া এনসিনগর, এবং চতুর্থ স্থান অর্জন করে মোঃ উমর বয়স ১২ পিতা শাহাজান ভুঁইয়া। তাদের এই সাফল্যে খুশি মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকরা,ত্রিপুরার বাহিরে এগিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করে তারা, বুধবার মাদ্রাসা শিক্ষকরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়,