জোলাইবাড়ি ঃ পশ্চিম জোলাইবাড়ী কে টি ইংলিশ মিডিয়াম দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবর্নিমিত গ্রন্থাগারের উদ্ভাধন করাহয়। ফিতাকেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত গ্রন্থাগারের উদ্ভোধন করলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের শাসকদলীয় বিধায়ক শঙ্কর রায়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, এগ্রি স্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বিধায়ক বলেন