কৈলাশহর: দীর্ঘদিন পর ফটিকরায় থেকে কৈলাশহর যাওয়ার পথে জগন্নাথপুর নতুন বাজার থেকে ফটিকরায় বাজার পর্যন্ত প্রায় ৯ কিঃমি রাস্তা সংস্কাররের কাজে হাত লাগায় কুমারঘাট পূর্ত দফতর। উল্লেখ গত ১৫ই ডিসেম্বর থেকে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। বিগত দিনে এই রাস্তা দিয়ে একপ্রকার জীবনের ঝুকি নিয়েই যান চালাক থেকে শুরু করে পথ চলতি মানুষ এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা চলাচল করতো। এই রাস্তাটির কাজ শুরু হওয়াতে খুশি এলাকার সাধারন মানুষ।