
বক্সনগর: নির্বাচনের আগে ক্রমশই শক্তি দেখাচ্ছে সিপিএম। সোমবার বক্সনগরের রহিমপুর বাজারে বামেদের সারা জাগানো মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে ততই তৎপর হচ্ছে বিরোধী সিপিএম। সোমবার সীমান্ত লাগোয়া রহিমপুর পঞ্চায়েত এলাকার স্থানীয় সিপিআইএম নেতা কর্মীদের উদ্যোগে এবং সিপিআইএম বিভাগীয় নেতৃত্বের সহযোগিতায় রহিমপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক শহীদ চৌধুরী সহ বিভাগীয় নেতৃত্ব। রাজ্যে আইনের শাসন নাই, সুশাসন নয় চলছে দুঃসাশন, কাজ খাদ্য ও কর্মসংস্থানের দাবিসহ বজ্র কন্ঠে এদিন বামপন্থীরা স্লোগান তুলে বাজার পরিক্রমায়। বিধায়ক শহীদ চৌধুরী শাসক দলকে কটাক্ষ করে বলেন বর্তমান সরকারের জনভীতি নেই। যারা আশা প্রত্যাশা নিয়ে ২০১৮ সালে পরিবর্তন ঘটিয়েছিল, তারাই এখন পরিবর্তনের আশায় অপেক্ষা করছে। রহিমপুর গ্রামের দুই সম্প্রদায় হিন্দু মুসলিম উভয় অংশের মানুষের কাছে তিনি আহবান রাখেন শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সরকার পরিবর্তনের জন্য এগিয়ে আসুন।
