সোনামুড়া ঃ সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে মতিনগর স্কুলের শিক্ষার্থীরা । সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ৩০০জন, আর তাদের পাঠদানের জন্য শিক্ষক মাত্র নয় জন। তাছাড়াও রয়েছে নানা অভিযোগ । বিদ্যালয়ের পরিকাঠামোর সমস্যা, বহিরাগত যুবকরা এসে ইভটিজিং করে ছাত্রীদের, নেই স্কুলের বাউন্ডারি। সামনে ছাত্র ছাত্রীদের ফাইনাল পরীক্ষা। কিন্তু লেখাপড়া লাটে । তাই ক্ষুব্ধ হয়ে সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে ছাত্র ছাত্রীরা। সকাল ১০ টা থেকে শুরু হয় অবরোধ। সাধারণ পথচারী থেকে শুরু করে কর্তব্যস্থলে যাওয়া কর্মচারীরা আটকে পড়ে রাস্তায়।