
সোনামুড়া, ত্রিপুরা : সিপাহীজাল জেলার সোনামুড়া শিউলি পার্ক সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই। TR015990 নাম্বারের বাইক সোনামুড়া টু কাঁঠালিয়া সড়কের সোনামুড়া শান্তিপল্লী শিউলি পার্ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুটির সাথে ধাক্কা লাগে, তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় রাসেল মিয়া নামের ১৭ বছরের এক যুবকের, পিতা মুসলেম মিয়া, তার বাড়ি সোনামুড়া থানাধীন বড়দোয়াল , আহত হয় সাকিল হোসেন এবং আনোয়ার হোসেন নামের আরো দুই যুবক। আহতরা বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় সোনামুড়া থেকে নতুন বাজার যাচ্ছিল যুবকরা, যতটুকু জানা গেছে নেশাগ্রস্ত অবস্থায় ছিল প্রত্যেকেই ।