Home ত্রিপুরা আগুনে ভস্মীভূত দোকান, তিন লক্ষ টাকার ক্ষতি

আগুনে ভস্মীভূত দোকান, তিন লক্ষ টাকার ক্ষতি

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়া : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত একটি দোকান। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজারে। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজারে শনিবার বিকেলে একটি ফাস্টফুড দোকানের ভিতরে আগুন জ্বলতে দেখে এলাকার পথচলতি জনগণ। তৎক্ষণাৎ এই আগুন দেখতে পেয়ে এলাকার লোক জনেরা চেঁচামেচি করতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে এবং তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীরা।  এসে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রনে আসলেও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় দোকানঘরটি। দোকানের ভেতরে থাকা ফ্রিজ সহ সমস্ত কিছু পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়, তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে দোকান মালিকের প্রাথমিক ধারণা। এই অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে দোকান মালিক।

You may also like