Home ত্রিপুরা একদিনের রাজ্য সফরে কি কি করবেন প্রধানমন্ত্রী ?

একদিনের রাজ্য সফরে কি কি করবেন প্রধানমন্ত্রী ?

by News On Time Tripura
0 comment
File Picture

আগরতলা : ১৮ ডিসেম্বর, রবিবার, রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ২:০০ টায় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশকে সম্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়(গ্রামিণ) ১,৫১,০১৯ জন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় (আরবান) ৫৪,৫২৬ জন রাজ্যবাসীর গৃহপ্রবেশের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী। তারই সাথে আনন্দনগরে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৮ নং জাতীয় সড়কে আমতলী থেকে খয়েরপুরের বাইপাস সড়কের প্রশস্তিকরন প্রকল্পের উদঘাটন করবেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার প্রচেষ্টায় কেন্দ্র সরকার অনুমোদিত রাজধানীর আইজিএম হাসপাতালের নতুন বিল্ডিং এ রাজ্যের প্রথম ডেন্টাল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ২৩২ কিলোমিটার এবং ৫৪২ কিলোমিটারের ১১২ টি রাস্তার প্রজেক্টের শুভ সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে । নির্বাচনের ঠিক আগ মুহূর্ত প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato