Home বিনোদন Avatar 2: ‘অবতার ২’ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির

Avatar 2: ‘অবতার ২’ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির

by News On Time Tripura
0 comment
Avatar 2

সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘অবতার ২’ (Avatar 2)। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরেও উত্তেজনা তুঙ্গে। তাই ভারতেই এই ছবি প্রথমদিন ব্যবসা করে ফেলল ৪১ কোটি টাকার। তবে, এবার মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল। ‘অবতার ২’ দেখতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায়। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীরেড্ডি শ্রিনু নামে এক ব্যক্তি এদিন প্রেক্ষাগৃহে ‘অবতার ২’ দেখতে গিয়েছিলেন। ভাই রাজুর সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন তিনি। আর প্রেক্ষাগৃহের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। তাঁর ভাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অত্যধিক উত্তেজনার ফলে মৃত ব্যক্তির রক্তচাপ আচমকা অনেকটা বেড়ে গিয়েছিল। আর সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

You may also like