Home ত্রিপুরা পুলিশের ভূমিকায় ক্ষোভ, কৈলাশহরে চা-শ্রমিকদের বিক্ষোভ

পুলিশের ভূমিকায় ক্ষোভ, কৈলাশহরে চা-শ্রমিকদের বিক্ষোভ

by News On Time Tripura
0 comment

কৈলাশহর;

কৈলাশোহরে চা-পাতা বাগানে দূস্কৃতি মামলায় পুলিশের ভূমিকায় ক্রমশই ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বাগান শ্রমিকদের মধ্যে। ঘটনার ৮ দিন পরেও মুল অভিযুক্তরা অধরা।আর এতে ক্ষোভে ফুসছে বাগান শ্রমিক সহ সাধারন মানুষ।দফায় দফায় আন্দোলন করেও কোন সুরাহা হচ্ছে না। শনিবার কৈলাশহর লক্ষী টি কোম্পানির অধীনে কালীশাসন চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। উল্লেখ্য চলতি মাসের ২১ তারিখ গভীর রাতে লক্ষ্মী টি কোম্পানির অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা, এবং এই চারটি সেকশনের প্রবেশ মুখে বড় বড় গর্ত করে রাখে। এর পর পুলিশের ভুমিকা ছিল নিরাশাজনক। তাই মূল অভিযুক্তদের  দ্রুত গ্রেপ্তারের দাবিতে  পশনিবার সকালে কালীশাসন চা বাগানের বাগান শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়,বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমকে জানায়, এই কাজ যারা করেছে তাদের অতিসত্বর আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।  

You may also like