Home BREAKING NEWS ছিঁচকে চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিল গ্রামবাসী

ছিঁচকে চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিল গ্রামবাসী

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকায় চুরির হিড়িক পড়েছে।যদিও পুলিশ চোরের লাগাম টানতে ব্যার্থ।তাই এবার গ্রামবাসী চোর ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।আর স্হানীয় থানার পুলিশ অশ্ব ডিম্ব প্রসব করছে।এমনি এক চিত্র দেখা গেল বুধবার।এদিন বিকেলে দক্ষিণ হুড়ুয়া গ্রাম থেকে এক ছিঁচকে চোরকে ধর্মনগর থানার হাতে তুলে দেয় স্হানীয় গ্রামবাসী।জানা গেছে, দক্ষিণ হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেব বাড়ি এলাকার বাসিন্দা বিরেন্দ্র দেবনাথ আজ থেকে তিন চার দিন আগে তার কৃষি জমির পাকা ধান কাটতে কয়েকজন শ্রমিক লাগান। কিন্তু কৃষি জমির পাশে থাকা গৃহস্থের একটি জলের পাইপ নিয়ে যায় দেবু নাথ নামের এক শ্রমিক।জানা গেছে তার বাড়ি দিগলবাক এলাকায়।পরে বুধবার অভিযুক্ত ঐ শ্রমিককে ধরে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে খবর। এদিকে ধৃত চোর জানায়,তার সাথে থাকা অপর এক শ্রমিক লোহার জলের পাইপ চুরি করে ধর্মনগরের দূর্গাপুর এলাকায় তিনশো টাকায় বিক্রি করেছে।

You may also like