Home ত্রিপুরা বিধায়কের উপস্থিতিতে বিশালগড়ে বিজেপির কার্যকারীনি বৈঠক

বিধায়কের উপস্থিতিতে বিশালগড়ে বিজেপির কার্যকারীনি বৈঠক

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ দলের আভ্যন্তরিন নিয়ম অনুসারে রাজ্য এবং জেলাস্তরে কার্যকারীনি বৈঠকের পরে শুক্রবার সারা রাজ্যের ষাঠটি মন্ডোলে বিজেপির কার্যাকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের সাথে বিশালগড়ে বিধায়ক সুশান্ত দেবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কার্যকারিনি বৈঠক।

দলীয় পতাকা উত্তোলন করে বিশালগড়ের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই বৈঠকের সুচনা করেন বিশালগড় মন্ডলের দায়িত্বপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস। এলাকার বিধায়ক সুশান্ত দেব দীর্ঘদিন ধরে বিশালগড়ের মন্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন। কার্যাকারীনি বৈঠকে সাধারনত দলের আভ্যন্তিরীন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন বিশালগড় মন্ডলের কার্যাকারীনি বৈঠকে ১৮০ জন সদস্য সদস্যা অংশগ্রহন করে।  

You may also like