Home ভারত সাভারকর নিয়ে রাহুলের বিরুদ্ধে সুর উদ্ধবের

সাভারকর নিয়ে রাহুলের বিরুদ্ধে সুর উদ্ধবের

by News On Time Tripura
0 comment
মুম্বাই

মুম্বাইঃ সাভারকরের অপমান মেনে নেব না, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সাংসদ পদ খারিজ হওয়ার পর রাহুল বলেছিলেন তিনি সাভারকর নন যে ক্ষমা চেয়ে নেবেন। তার প্রেক্ষিতেই উদ্ধব বলেন, হিন্দুত্ব নেতা তাঁর আদর্শ। সেই ব্যক্তিত্বের অপমান কিছুতেই মেনে নেবেন না। প্রসঙ্গত, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে উদ্ধবপন্থী শিব সেনার। শরিকের এহেন মন্তব্যে কংগ্রেসের অস্বস্তি বাড়তে পারে। সাংসদ পদ খারিজ হওয়ার পরেও নিজের অবস্থানে অনড় রাহুল। তিনি সাফ জানিয়ে দেন, আমাকে খারিজ করা হয়েছে প্রধানমন্ত্রী আমার ভাষণকে ভয় পান বলেই। আমি ওঁর চোখে ভয় দেখেছি। আর সেই কারণেই ওরা চায়নি আমি সংসদে বক্তব্য রাখি।” সেই সঙ্গেই তাঁর ক্ষমা চাওয়ার যে দাবি বিজেপি তুলেছে, তার জবাবে রাহুলের হুঙ্কার, ”আমার নাম সাভারকার নয়। আমি গান্ধী। ক্ষমা চাইব না।”

You may also like