
বিশালগড়ঃ
আবার সাত সকালে দূর্ঘটনা। বিশালগড় বাইপাস সড়কে ব্যাটারি চালিত অটো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় আহত ২। জানা যায় শনিবার সকালে বিশালগড় বাইপাস সড়কে TR01M3457 নাম্বারের ব্যাটারি চালিত অটো গাড়ি দ্রুতগতিতে থাকার কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। গাড়িতে থাকা সৌরফ মিয়া ও ইশরাফুল শেখ গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায় । দুর্ঘটনা খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান রঞ্জিত দাস বিস্তারিত জানান।