উদয়পুরঃ
মোবাইল, সামাজিক মাধ্যম এবং ইন্টারনেটের ব্যবহারের সাথে সাথে বেরোচ্ছে সইবার ক্রাইমের ঘটনা। অর্থনৈতিক ভাবে নিঃস্ব হচ্ছে অনেকে। এমনই একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাস হয় উদয়পুরে। কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠে তিন যুবকের বিরুদ্ধে। আর এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ মেলে। তারপর সেই অভিযোগের জেরে উদয়পুর মাতাবাড়ি একটি হোটেল থেকে গোপন সন্ধানের মাধ্যমে ৩ জনকে গ্রেফতার করে রাধা কিশোর পুর থানার পুলিশ। আন্তর্জাতিক এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বড় সাফল্য মিলে পুলিশের। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা অপারেশনের কথা জানালেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। প্রবীণ নাগরিকদের টার্গেট করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সাফাই করছিল এই প্রতারণা চক্র। এই সাইবার জালিয়াতির পর্দাফাঁস করে রাধা কিশোর পুর থানা। ধৃত ব্যক্তিদের নাম হেনরি লালফোম কিমা (২৯),দিজা মনি মলসুম (৪৫),সম্রাট মলসুম (২৭)। উদয়পুর মহকুমাধীন কিল্লা এলাকায় তাদের বাড়ি। ধৃত ব্যক্তিদের শুক্রবার আদালতে পেশ করা হয়।