Home BREAKING NEWS আন্তর্জাতিক ভারত বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশে নতুন সরকার এবং “চিকেন নেক” – বিশেষ প্রতিবেদন

আন্তর্জাতিক ভারত বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশে নতুন সরকার এবং “চিকেন নেক” – বিশেষ প্রতিবেদন

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

“চিকেন নেক” – বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে এই শব্দটি চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। ভারত বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্র ও ভারত-চীন সম্পর্কের সাথেও চিকেন নেক শব্দটি প্রাসঙ্গিক। উত্তর পূর্বাঞ্চলের সাথে ভারতের মূল ভূখন্ডের স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই অংশটি। যাকে চিকেন নেক বলা হয়। এই অংশটির গঠনের জন্যই একে চিকেন নেক বলা সয়ে থাকে। এই অংশটির দিকে চীনের নজর রয়েছে এবং এই অংশটি দখল করতে পারলেই স্থলপথে দেশের মূল ভূখন্ডটি উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই বাংলাদেশে বন্ধু সরকার থাকা ভারতের জন্য সুবিধার। কারন ঐ ক্ষেত্রে বাংলাদেশ হয়ে ভারত উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। তবে বাংলাদেশের বর্তমান প্রক্ষাপটে আমারিকার পরোক্ষ মদতে গঠিত সরকার ভারতের জন্য ততটা সহায়ক সরকার হবে না বলেই আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আর তা বর্তমান সরকারের প্রতিনিধিদের মন্তব্যে স্পষ্ট।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মদত দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক স্থাপন হওয়া কঠিন। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি’র তরফে স্পষ্ট ভাষায় এ কথা জানানো হয়েছে। বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিএনপির ‘হিন্দু মুখ’ হিসাবে পরিচিত গয়েশ্বর রায় বলেন, ‘‘আমরা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল। কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে। সেই মতো আচরণ করতে হবে। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তা হলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে।’’ গয়েশ্বর জানিয়েছেন, বাংলাদেশের নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির সঙ্গে সহযোগিতার আবহ সৃষ্টি করতে হবে নয়াদিল্লিকে। চলতি বছর বাংলাদেশে জাতীয় সংসদের ভোটের সময় আওয়ামী লীগের এক প্রথম সারির নেতা প্রকাশ্যে ‘ভারতের সমর্থনের’ কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পরে দ্রুত শক্তি সংহত করছে প্রাক্তন শাসকদল বিএনপি। এই আবহে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সদস্য গয়েশ্বরের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নতুন তত্বাবধায়ক সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং দেশে সংখ্যালঘু অংশের সুরক্ষা সুনিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। হাসিনা এখনও ভারতেই আছেন বলে ধারণা। প্রতিবেশি এই দেশে বন্ধু সরকার প্রতিষ্ঠায় ভারতকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato