সাব্রুমঃ
টিসিএ এর ক্ষমতা দখলের রাজনীতির আড়ালে মহকুমাস্তরে ক্রিকেট এসোসিয়েশনগুলিতে বৃদ্ধি পেয়েছে দূর্নিতি। বিসিসিআই থেকে আগত কোটি কোটি টাকার নয়ছয় হচ্ছে মহকুমা ক্রিকেত এসোসিয়েশনগুলিতে। কোথাও টুর্নামেন্ট না করিয়ে সাফ করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা আবার কোথাও ইনফ্রাস্টাকচারেল উন্নয়নের টাকা মেরে খাচ্ছে এসোসিয়েশনের মেম্বাররা। সাব্রুম ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে এবার দুর্নীতি এবং অনৈতিকভাবে টুর্নামেন্ট চালানোর অভিযোগ তুলল খোদ প্লেয়াররা। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের রসিকতার কারনে মৃত্যুমুখী জুনিয়র ক্রিকেটাররা। গত ১৬-ই জুন থেকে টিসিএ পরিচালিত মহকুমা ভিত্তিক সিনিয়র গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছ। রাজ্যভিত্তিক আয়োজনের পূর্বে নিজ নিজ মহকুমায় সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের কথা থাকলেও রাজ্যের অধিকাংশ মহকুমা স্তরেই এই খেলার আয়োজন হয়নি। এদিকে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুর্ধ ১৫ দলের ক্রিকেটারদের সিনিয়র দলের হয়ে খেলার জন্য মাঠে নামায়। প্রথমদিনই মেলাঘর শহীদ কাজল ময়দানে খোয়াই মহকুমার বিরুদ্ধে সাব্রুম মহকুমার খেলা অনুষ্ঠিত হয়। খোয়াই মহকুমা সিনিয়র প্লেয়ারদের সাথে সাব্রুম মহকুমার অনুর্ধ ১৫ দলের প্লেয়াররা শুধুমাত্র ৬১ রানে গুটিয়ে যায় । ঐদিনের খেলাতে সাব্রুমের ছয়জন প্লেয়ার শূন্য রানে আউট হয় । সিনিয়র দলের প্লেয়ারদের সামনে জুনিয়র খেলোয়াড়দের মাঠে নামিয়ে একপ্রকার তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এবার সরব হল সাব্রুম সিনিয়র ক্রিকেটাররা। সোমবার সন্ধ্যায় তারা সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গণ চৌধুরীর নিকট এই বিষয়ে স্পষ্টীকরণ চাইলে তিনি জানান অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে হচ্ছে। আবার কিছগুক্ষন পর আবার বলেন টিসিএ থেকে নাকি এই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাব্রুম সিনিয়র প্লেয়ারদের অভিযোগ এখনো বহু প্লেয়াররা আগের অনেক টাকা পায়নি। বেশকয়েকটি খেলার চ্যাম্পিয়ন ও রানার্স দলের অর্থরাশিও দেওয়া হয়নি। একদিকে রাজ্যে ক্রিকেটার প্রতি ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের মধ্যেও উৎসাহ বৃদ্ধি পাচ্ছে আর অন্যদিকে ক্রিকেট এসোসিয়েশনগুলি দূর্নিতির বলয়ে কালিমালিপ্ত হচ্ছে।