Home BREAKING NEWS TTAADC প্রশ্নপত্র ফাঁস মামলায় বিশালগড় থেকে গ্রেপ্তার দ্বিতীয় অভিযুক্ত

TTAADC প্রশ্নপত্র ফাঁস মামলায় বিশালগড় থেকে গ্রেপ্তার দ্বিতীয় অভিযুক্ত

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

TTAADC প্রশাসনের ১১০ টি পদে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গোলাঘাটি কসবা এলাকা থেকে বিশালগড় থানা পুলিশের হাতে সোমবার গভীর রাতে গ্রেফতার অমিত দেববর্মা নামে দ্বিতীয় অভিযুক্ত। সোমবার দুপুরে অভিযুক্ত অমিত দেববর্মাকে বিশালগড় থানা পুলিশ পশ্চিম থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। জানাযায় রবিবার অর্থাৎ 9/06/24 তারিখে TTAADC প্রশাসনের উদ্যোগে ১১০ টি পদে রাজ্যের ৭৮ টি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু তার পূর্বে শনিবার অর্থাৎ 08/06/24 তারিখে সন্ধ্যায় চাকুরী সংক্রান্ত TTAADC প্রশাসনের ১১০ টি পদের সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। দ্রুত TTAADC-র প্রশাসনের উদ্যোগে শনিবার রাতেই সাংবাদিক সম্মেলন করে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করেন TTAADC-র CEO সি কে জমাতিয়া। পাশাপাশি রবিবারে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেন।উক্ত বিষয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করে TTAADC প্রশাসন। মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ রবিবার সন্ধ্যায় আগরতলা এডভাইজার চৌমুহনী থেকে জেরক্স দোকানের মালিক চয়ন সাহাকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার গভীর রাতে দ্বিতীয় অভিযুক্ত গোলাঘাটি কসবা এলাকা থেকে অমিত দেববর্মাকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ।সোমবার দুপুরে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি উক্ত বিষয়ে বিস্তারিত জানান। তবে TTAADC প্রশাসন উক্ত বিষয়ের দ্রুত হস্তকে গ্রহণ করায় পুলিশ সাফল্য পায়। এদিকে TTAADC প্রশাসন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।

You may also like