সোনামুড়াঃ
ভারত-বাংলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আরও এক চিনি পাচারকারী।
সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশী চিনি পাচারকারী নিহত হয়েছেন, রবিবার সকাল ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে, নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। সূত্রের খবর বাংলাদেশী স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে, স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকারকালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখনো বর্ডারে পড়ে আছে,আরো জানা যায়,গত ২ জুন ২০২৪ তারিখে জামতলা-কালিকৃষ্ণনগর ৫ পিলার সীমান্তে চিনি পাচারকারি একটি দল বিএসএফের একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়ারলেস সেট নিয়ে যায়, পরে স্থানীয় বিওপি সদস্য কাশেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়ারলেস সেট ফেরত দিলে বিজিবি’র কাছে তা হস্তান্তর করে।ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল, কিন্তু এই ঘটনার রেশ এখনও কাটতে না কাটতেই আরও এক ঘটনা সামনে এল।