Home BREAKING NEWS Bus Accident

Bus Accident

by News On Time Tripura
0 comment

ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস ! মৃত পাঁচ, আহত ৩০, ক্ষতিপূরণের ঘোষণা ওড়িশা সরকারের

ওড়িশাঃ

ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার কবল্র পরে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাস। সোমবার রাতে বরাবাঁটী ব্রিজ থেকে নিয়ন্ত্রন হারিয়ে নিচে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্র খবর দুর্ঘটনায় এখনো পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩০ জনেরও বেশি।গাড়ির চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে অনুমান। মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

You may also like