কুমারঘাটঃ
লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার রাতে ত্রিপুরায় আসেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার রাজধানীতে দলীয় নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ সভা সারেন। সোমবার কুমারঘাটের পিডব্লিউডি ময়দানে এক বিশাল নির্বাচনী সভায় রাজ্যের মানুষকে সম্বোধন করেন তিনি। তাঁর বক্তব্যে দেশের জনজাতিদের কল্যানে মোদী সরকারের গৃহীত বিভন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন একজন আদিবাসী মহিলাকে দেশের সর্বোচ্চ আসনে বসিয়ে নরেন্দ্র মোদী দেশের জনজাতিদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। অমিত শাহের সাথে জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দুই প্রার্থী বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেব্বর্মা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মথা সুপ্রিমো প্রদ্যোত দেব্বর্মা সহ অন্যান্যরা।