
কুমারঘাটঃ
পুলিশ যতই শক্ত হচ্ছে, পাচারকারিরা ততই নতুন নতুন পন্থা অবলম্বন করে পাচার করছে। এভার ভুয়া এম্বুল্যান্সে করে গাঁজা পাচারের চাঞ্চলুকর ঘটনা সামনে এল। বোলেরো গাড়িকে এম্বুল্যান্সের রূপ দিয়ে গাঁজা পাচারের সময় ধরা পড়ল দুই যুবক। এম্বুল্যান্সে পুলিশের সন্দেহ হবে না , তাছাড়া জরুরী পরিষেবা নাকা পয়েন্টেও আটকাবে না। এই বুদ্ধিতেই পাচারের গাড়িকে এম্বুল্যান্সের রূপ দেওয়া হয়। গাড়ির ভেতরে থাকা ২১ বান্ডেলে ২৭২ কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি ভুয়া নাম্বার প্লেইট সহ দুইজন যুবককে আটক করা হয়েছে। তাদের নাম টিটন মিয়া, বয়স ১৮ এবং অপর ব্যক্তি মামন মিয়া, বয়স ১৯। দুইজনের বাড়ি সোনামুড়া তামছাবাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায়।গাজা গুলির বাজার মূল্য ৫৫ লক্ষের অধিক বলে জানায় পুলিশ। টি আর ০৫ ৩১১৫ নম্বরের বোলেরো গাড়িটি সোনামুড়া দিক থেকে বিভিন্ন থানা এবং নাকা পয়েন্ট অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিধংছডা এলাকায় ধরা পরে। এর আগে কুমারঘাট থানার অধিনে দুটি নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে সিদংছডা এলাকা থেকে আটক করে। ধৃত দুজনের বিরুদ্ধে একটি NDPS ধারায় মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানা। আমাদের প্রতিনিধির কাছে বিস্তৃত জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শংকর সাহা ।
কুমারঘাট থেকে বিকাশ কপালির রিপোর্ট