
বিশালগড়ঃ
বিশালগড়ে শক্তি প্রদর্শন সুশান্তের। বিপ্লব দেবের রোড-শো’কে কেন্দ্র করে জনজোয়ারে ভাসলো বিশালগড়ের রাজপথ। প্রায় পাঁচ হাজারের অধিক সংখ্যায় জনসমাগমে বিরোধী শিবিরে কম্পন ধরাল শাসকদল। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বিরোধী দলগুলোকে পেছনে ফেলে পশ্চিম আসনে অনেকটাই এগিয়ে শাসকদল বিজেপি। এরই আরেকটি বাস্তব রূপ দেখা গেল বৃহস্পতিবার বিশালগড়ে। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে বিশালগড় মন্ডল কর্তৃক একটি রোড শোর আয়োজন করা হয়। উক্ত রোড শোতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।
এদিন বিশালগড়ের অফিসটিলা বাজার প্রাঙ্গণ থেকে রোড-শোটি শুরু হয়ে বিশালগড় মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মাঝখানে বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকায় এসে রেলিতে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের সম্বোধন করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, আজকের এই বিশাল সংখ্যায় কার্যকর্তাদের উপস্থিতি দেখিয়ে দিয়েছে বিশালগড়ের মানুষের সত্যিই বিশাল হৃদয় রয়েছে। গত কালকের একটি সাংবাদিক সম্মেলনে বিরোধীরা বিপ্লব দেবকে রাজনীতির শিশু বলে কটাক্ষ করায় এর পাল্টা দিতে গিয়ে তিনি বলেন, বিপ্লব দেব ত্রিপুরার শিশু, বিপ্লব দেবকে ত্রিপুরার মানুষ পরিচিতি দিয়েছে, বিপ্লব দেব চীন, পাকিস্তান কিংবা রাশিয়া থেকে পরিচিতি লাভ করেনি।

ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষ বিপ্লব দেবকে পরিচিতি দিয়েছে। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে রেকর্ড সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টি কে জয়ী করার জন্য আহ্বান রাখেন তিনি। তবে এদিনের জনপ্লাবনে পশ্চিম আসনের রাজনৈতিক হিসাবে বিজেপির দাবাদারিকে অনেক বেশি মজবুত মনে হয়েছে।