Home BREAKING NEWS নিজ ঘরে মহিলার পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, ধর্ষনের পর হত্যার অভিযোগ..!

নিজ ঘরে মহিলার পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, ধর্ষনের পর হত্যার অভিযোগ..!

by News On Time Tripura
0 comment

আগরতলা;

রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক বাড়ি থেকে ৫০ উর্ধ্ব বয়সীর এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার!। ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ এবং ফরেনসিক টিম পরিবারের অভিযোগ এই মহিলা বাড়িতে একা থাকতেন।। সেই একা থাকার সুযোগ নিয়েছে কোন দুষ্কৃতিকারী।। এরকম ঘটনা গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।। এলাকার এক মহিলার অভিযোগ উনাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। যানা গেছে কিছুদিন পূর্বে মহিলার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। তারপর থেকে মহিলা একাই থাকতেন। রেগার কাজ ও মানুষের বাড়িতে কাজ করে দিন গুজরান করতেন। কিছুদিন ধরে তারখোজ খবর পাওয়া যাচ্ছিল না। এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পরায় এলাকাবাসীদের সন্দেহ হয় এবং পুলিশের উপস্থিতিতে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।

You may also like