
সোনামুড়াঃ
অসাবধানতার কারণে দেড় বছরের এক ছোট্ট শিশুর শরীরে গরম দুধ পড়ে গুরুতর ভাবে আহত হয়। ঘটনা সোমবার সন্ধ্যায় সোনামুড়া রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। জানা গেছে সোমবার সন্ধ্যায় ওই এলাকার আব্দুল হানিফের স্ত্রী তাদের দেড় বছরের পুত্র সন্তান দিশান হোসেনকে দুধ খাওয়ানোর জন্য গরম করে গ্লাসে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য টেবিলের উপর রেখে দিয়ে ঘরের অন্যান্য কাজ করছিল । তখনই অবুঝ দেড় বছরের শিশুটি খেলার ছলে গরম দুধের গ্লাসে হাত দিতেই গ্লাসে থাকা গরম দুধ তার শরীরে পড়ে যায়। সাথে সাথেই শিশুটির চিৎকারে ছুটে আসে তার মা সহ তার পরিবারের লোকজন। তড়িঘড়ি শিশুটিকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মেলাঘর হাসপাতালেই দেড় বছরের দিশান হোসেনের চিকিৎসা চলছে।