বিশালগড়ঃ
কয়েক মাস শিথিল থাকার পর আবার শুরু হয়েছে বাংলাদেশ সীমান্ত দিয়ে চিনির অবৈধ পাচারের ব্যবসা। আর চিনির ব্যবসার অন্যতম মৃগয়াক্ষেত্র বিশালগড় এইবারও পিছিয়ে নেই।
১৪৪ ধারায় বাংলাদেশে পাচার কালে কড়ুইমুড়া এলাকায় বিশালগড় থানা পুলিশের হাতে উদ্ধার দুটি বলেরু গাড়ি বোঝাই ১০০ বস্তা চিনি । বুধবার রাত ২:৩০ মিনিটে চলে এই অভিযান। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী থেকে শুরু করে চিনি পাচার অব্যাহত রয়েছে। বিশালগড় থানার পুলিশ গোপন খবর পেয়ে বুধবার রাত ২ঃ৩০ মিনিট নাগাথ কড়ইমুড়া নাকা পয়েন্টে ১৪৪ ধারা চলাকালীন সময়ে অবৈধভাবে দুটি বলোরু গাড়ি দিয়ে ১০০ বস্তা চিনি বাংলাদেশে পাচার করার পথে উদ্ধার করে। গাড়ি সহ সমস্ত চিনি উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় থানায়। আমাদের প্রতিনিধিকে বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জী। ঘটনার তদন্তে পুলিশ। বিশালগড় নিচের বাজার এবং এসডিএম অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যেই চলছে চিনির কালোবাজারি।