মেলাঘরঃ
ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মেলাঘর ৯ নং ওয়ার্ডের কলোনির মানুষ। জানা গেছে ওই এলাকায় সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা অগ্নিসংযোগ ঘটে। ঘটনাটি আশেপাশের বাড়ি ঘরের লোকজন প্রত্যক্ষ করতে পেরে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন যেন বেশি দূর ছড়াতে না পারে তার জন্য বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ বিদুৎ দপ্তরের কর্মীদের খামখেয়ালির কারনেই বিদ্যুতের ট্রান্সফরমারে এই অগ্নিসংযোগ এর ঘটনা। তাদের আরো অভিযোগ এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটির আশেপাশে জঙ্গলের স্তুপে আবৃত হয়ে আছে। তাছাড়া ট্রান্সফরমারটি পরিকাঠামোর দিক দিয়ে একেবারেই অচল। প্রায় প্রতিদিনই বিদ্যুৎ নিগমের কর্মীদের এই দৃশ্য নজরে আসলেও ট্রান্সফরমারটির উন্নতিকরনে কোন উদ্যোগ ছিল না। যার ফলে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ট্রান্সফরমারটিতে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা দায়ী করছেন বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের। তাই তাদের দাবি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর যেন এই জরাজীর্ণ ট্রান্সফারটির সারাইয়ের কাজে উদ্যোগ গ্রহণ করে।