দামছড়াঃ
গোপন খবরের ভিত্তিতে আয়জল থেকে রাজ্যে প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার ধামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে উদ্ধার ছয় কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট।সাথে আটক দুই পাচারকারী। জানা গেছে,আগাম খবরের ভিত্তিতে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার দলবদল নিয়ে বৃহস্পতিবার ভোররাতে ত্রিপুরা মিজোরাম সীমান্তের দশরথ সেতুর পাশে ওৎপেতে বসে থাকেন।সকাল ঠিক সোয়া পাঁচটা নাগাদ TR01BG/0314 নম্বরের একটি সাদা রঙের যাত্রী বাহী বলেরো গাড়ি মিজোরাম থেকে দামছড়ায় প্রবেশ করলে যথারীতি ওসি গাড়িটিকে দাঁড় করান।তখন গাড়িতে থাকা চালক ও এক যাত্রীর কথা বার্তা ও গতিবিধি দেখে ওসির সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি শুরু করেন।প্রায় দুই ঘন্টা ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালালে অবশেষে গাড়ির দুটি ব্যাক লাইটের ভেতরে গোপন চেম্বার থেকে ছয় প্যাকেটে মোট ষাট হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।সাথে আটক করা হয় মামন হোসেন (৩৪) (পিতা আব্দুল হাসেম)।বাড়ি বিশালগড়ের নয়াপাড়া এবং কৃষ্ণচন্দ্র সিংহ(৩৫)(পিতা মৃত অমলচন্দ্র সিংহ)।বাড়ি রানির বাজার এলাকার দুই ইয়াবা পাচারকারীকে।এমর্মে জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,যে ইয়াবা ট্যাবলেট গুলি উদ্ধার হয়েছে সেগুলি খুব উন্নত মানের। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ছয় কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।সাথে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে পুলিশি রিমান্ড চেয়ে এদিনই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।