তেলিয়ামুড়ঃ
নেশাগ্রস্থ কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত জন্মদাত্রী মা! নেশাগ্রস্থ কুলাঙ্গার পুত্রের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার শরণাপন্ন অসহায় বৃদ্ধা মা!কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে অসহায় জন্মদাত্রী মায়ের থানায় লিখিত অভিযোগ!
এই ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকার বাসিন্দা গীতা দেব নামের এক বৃদ্ধা’কে উনার গুণধর কুলাঙ্গার পুত্র তথা পেশায় গাড়ি চালক রূপতনু দেব প্রায়শই নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে ফিরে মারধোর করে বলে বৃদ্ধার এক নিকট আত্মীয়ার অভিযোগ। এই ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরেই দিনের পর দিন এমনটা চলে আসলেও রবিবার রূপতনু তার মা গীতা দেবীর উপর আবারো চড়াও হয়। অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল তার মায়ের মুখে নাকে আঘাত করে রক্তাক্ত করে বলে অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় বৃদ্ধার নিকট আত্মীয়া। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন নাগরিক সহ বৃদ্ধার বাপের বাড়ির লোকজন মিলে প্রথমে বৃদ্ধাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা নিজের কুলাঙ্গার পুত্রের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয়ে কুলাঙ্গার পুত্র রূপতনু’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে সভ্য সমাজে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় রীতিমতো ছিঃ ছিঃ রব।