
কল্যানপুরঃ
উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে বর্তমান উন্নয়নমুখী সরকার। এরই অঙ্গ হিসেবে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৩ কেবি বৈদ্যুতিক লাইনের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য থাকে, দীর্ঘদিন ধরে কল্যাণপুরবাসীর একটা বিশাল সমস্যা, তা হল বিদ্যুৎ সমস্যা। অনেক সময় অল্প ঝড়-বৃষ্টি হওয়ার ফলে কল্যাণপুর শহর এলাকা সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়তো। বর্তমানে বিদ্যুৎ পরিষেবা যাতে সঠিকভাবে সবার ঘরে পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমুখী কর্মযজ্ঞ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার।
তেলিয়ামুড়া সাব স্টেশন থেকে শুরু করে কল্যাণপুর পর্যন্ত নতুন করে ৩৩ কেবির লাইনের কাজ শুরু করেন এল.এন.টি নামক একটি বেসরকারি সংস্থা। এ কাজটি সম্পূর্ণ করতে খরচ হবে মোট ৮২ কোটি টাকা । কাজটি সম্পন্ন হয়ে গেলে কল্যাণপুর এবং তেলিয়ামুড়ার মানুষের আর বিদ্যুৎ পরিষেবার ঘাটতি থাকবে না এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে জানালেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার কমল কৃষ্ণ দাস, প্রজেক্ট ম্যানেজার অঞ্জন দেববর্মা সহ এল.এন.টি সংস্থার কর্মকর্তারা।
আজকের এই তেত্রিশ কেবির যে খুঁটি পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে কল্যাণপুর ও তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ-এর সমস্যার সমাধানের আশা পূরণ হতে চলছে।