ব্যাঙ্গালুরুঃ
শুরু হয়ে গেছে জলের তীব্র সংকট। আধুনিকতা আর গ্লোবার ওয়ার্মিং এর খেসারৎ দিতে হবে সভ্যতাকে। আন্তর্জাতীয় স্তরে বহু চুক্তির পরেও প্রাকৃতিক পরিবেশকে দুষিৎ করতে পিছপা হচ্ছে না আধুনিক মানিব সভ্যতা। এবার যার ভবয় ছিল সেই সময় আসন্ন।
পানীয় জল তো বটেই, দৈনন্দিন কাজে প্রয়োজনীয় জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে দক্ষিন ভারতের বেঙ্গালুরুতে। পরিস্থিতি এতটাই গম্ভীর, বাইরে থেকে এক বালতি জল কিনতে দিতে হচ্ছে ১০০০ থেকে ২০০০ টাকা। অনেক ক্ষেত্রে সেই দামও ছাড়িয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে এমনই ছবি উঠে আসছে। শহরের বেশির ভাগ নলকূপ শুকিয়ে যাওয়ায় কারনেই এরকম পরিস্থিতি দাবি স্থানীয় প্রশাসনের। আর জলের চাহিদা মেটাতে গিয়ে বাইরে থেকে জল কিনতে গিয়েও দামের কারণে নাভিশ্বাস স্থানীয় বাসিন্দাদের।বিভিন্ন আবাসন কর্তৃপক্ষগুলি নোটিস জারি করে জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই জলের যেন অপচয় না হয়। প্রতি দিন ২০ শতাংশ জলের খরচও কম করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। আবার কেউ যদি এই নিয়মের অমান্য করে তা হলে তাঁকে ৫০০০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। ফলে আরও বিপাকে পড়ছেন বাসিন্দারা। সব মিলিয়ে ভারতের এই টেকনোলোজির শহর জলের তীব্র সংকটে ভুগছে।