
আগরতলাঃ
রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারে সামিল হল তিপ্রা মথা। দলের দুই বিধায়ক অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা বৃহস্পতিবার মন্ত্রী পদে শপথ নিলেন। রাজভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মথার দুই মন্ত্রী নিয়ে রাজ্য কেবিনেটের মন্ত্রী সংখ্যা হল এগারো। বিজেপি – ০৮, আইপিএফটি – ১, তিপ্রামথা – ০২

