Home BREAKING NEWS নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

এবার শ্লীলতাহানির দায়ে গ্রেফতার অভিযুক্ত ষাটোর্ধ্ব শাসক দলীয় বুথ সভাপতি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন হাফলং গ্রাম পঞ্চায়েতের বিরেশ পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,গত শুক্রবার(১ মার্চ) সকাল আনুমানিক দশটা নাগাদ অভিযুক্ত নিতিশ চৌদ্দ বছরের এক নাবালিকা মেয়ের বাড়িতে গিয়ে জল খাওয়ার বাহানায় নাবালিকার একাকিত্বের সুযোগ নিয়ে শ্লীলতাহানি করে।পরে নাবালিকা মেয়েটি চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত পালিয়ে যায়।পরবর্তীতে নাবালিকা মেয়েটি তার মার কাছে গোটা বিষয়ে জানালে শনিবার ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ ৫/২০২৪ নম্বরের ভারতীয় দন্ডবিধীর ৪৪৮/ ৩৫৪ এবং পক্সো ধারার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। এদিকে এলাকাবাসীর তরফেও তদন্তক্রমে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহনের দাবি তুলেন।কিন্তু অভিযুক্ত স্হানীয় গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বুথ সভাপতি হবার কারনে পুলিশ তাকে গ্রেফতার করেনি। অবশেষে রবিবার (৩ মার্চ)বিরেশ পাড়ার জনজাতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাঙ্গণে স্হানীয় গ্রামবাসীরা এক সভায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে,আসামির প্রকৃত শাস্তি প্রশাসনকে দিতেই হবে। অবশেষে সোমবার সকালে হাফলং এলাকা থেকে অভিযুক্ত নীতীশ নাথকে গ্রেফতার করে পুলিশ।আর একজন বুথ সভাপতি এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ায় এলাকা জুড়ে ছি ছি রব পড়েছে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato