Home BREAKING NEWS দ্রুত গতিতে বাইক চালালে পোহাতে হবে দূর্ভোগ, এপের মাধ্যমে মামলায় হবে মোটা অঙ্কের ফাইন !

দ্রুত গতিতে বাইক চালালে পোহাতে হবে দূর্ভোগ, এপের মাধ্যমে মামলায় হবে মোটা অঙ্কের ফাইন !

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

এখন দ্রুত বাইক চালানো হতে পারে সমস্যার কারন। অ্যাপসের মাধ্যমে বাড়িতে চলে যাবে মামলা। গুনতে হবে মোটা অঙ্কের ফাইন।

ক্রমবর্ধমান যান দুর্ঘটনা রুখতে সাব্রুম মহাকুমা প্রশাসন এবং সাব্রুম আরক্ষা দপ্তর কঠোর পদক্ষেপ নিতে চলেছে। বিগত বেশ কয়েক মাস ধরে সাব্রুম থানার অধীনে অত্যাধিক গতিতে বেপরোয়াভাবে যান চলাচলের ফলে বেশকিছু তরতাজ প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু তাই নয় সাব্রুমে বিভিন্ন এলাকাতে প্রতিদিনই লেগে রয়েছে যান সন্ত্রাস। সর্বস্বান্ত হচ্ছে বহু পরিবার। সাব্রুমের বিভিন্ন এলাকায় দিবারাত্রি বেশকিছু উশৃঙ্খল বাইক আরোহী এবং প্রাইভেট গাড়ির বেপরোয়া যান চলাচলের ফলে প্রতিদিন কোথাও না কোথাও যান দুর্ঘটনায় খবর শুনতে পাওয়া যায়।
এই সমস্ত যান দুর্ঘটনায় লাগম টানতে এবার সাব্রুমের বেশকিছু ক্লাব সহ সাধারণ আমজনতা এবং আরক্ষা প্রশাসনের আধিকারিকরা গত দুদিন আগে এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে । সাব্রুমের আরক্ষা প্রশাসনের গোপন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ তারিখ থেকে যে সমস্ত বাইক আরোহী এবং ছোট-বড় গাড়ি দ্রুত গতিতে চালাল করবে, তাদের নাম্বার নোট করে অ্যাপসের মাধ্যমে মোটর বাইক এবং গাড়ির মালিকের নামে মামলা গ্রহন করা হবে। যে কেউ এই নাম্বার নোট করে অ্যপসের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।

You may also like