
কুমারঘাটঃ
স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরেই শ্বশুরবাড়িতে খুন হতে হয়েছে জামাতাকে। চাঞ্চল্যকর এই অভিযোগ মৃত জামাতার পরিবারের।
খুনিকে গ্রেপ্তারের দাবিতে থানায় ধর্ণা। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই নিখোঁজ জামাতার পচাগলা মৃতদেহ উদ্ধারে কুমারঘাট জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জামাতার বাড়ির মানুষের অভিযোগের তির শ্বশুর বাড়ির দিকে। কুমারঘাট পুর পরিষদের অধীন ক্যান রোড এলাকায় এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিখোঁজের প্রায় এগারো দিন পর বহিরাজ্যের এই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ১লা ডিসেম্বর জামাতা রাহুল ধরের নিখোঁজের পরই ৪ তারিখ তার পরিবারের লোকেরা কুমারঘাট থানায় রাহুল ধরের শশুর মানিক দেব, শাশুড়ি উষা দেব, স্ত্রী লক্ষ্মী দেব এবং ঐ এলাকার বাসিন্দা শিশির দেবনাথ সহ মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। গতকাল অর্থাৎ সোমবার পেচারথল থানার অধীনে সেরমনটিলা এলাকায় রাহুল ধরের পচাগলা মৃতদেহ উদ্ধার হবার পর এবার এই মামলায় বিভিন্ন প্রশ্ন উঠে আসে এবং সন্দেহের নজরে চলে আসে রাহুলের শ্বশুর বাড়ির লোকেরা। তাদের অভিযোগ রাহুলের স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে প্রাণ হারাতে হয়েছে রাহুলকে তাই অতিসত্বর রাহুলের শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তার করে এই রহস্যজনক খুনের সুরাহা করার দাবী রাখেন পুলিশের কাছে।