কুমারঘাটঃ
শ্বশুরবাড়ি থেকে জামাতা নিখোঁজ মামলায় চাঞ্চল্যকর মোড়। নিখোঁজের ১১ দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ জামাতার পচাগলা মৃতদেহ। আসামের করিমগঞ্জের ছেলে রাহুল ধর ত্রিপুরার কুমারঘাট থানাধীন কেনরোড এলাকার বাসিন্দা মানিক দেবের কন্যা লক্ষ্মী দেবকে সামাজিক ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করে। গত ৩০ নভেম্বর আসাম থেকে কুমারঘাটে শ্বশুরবাড়িতে এসে নিখোঁজ হয় জামাতা রাহুল। এরপর ১লা ডিসেম্বর শ্বশুর বাড়ি এবং জামাতার নিজের বাড়ির লোকেরা কুমারঘাটা থানায় পৃথক দুটি নিখোঁজ মামলা দাখিল করে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে খবর প্রকাশিত করেছে নিউজ অন টাইম। শেষ পর্যন্ত নিখোঁজের ১১ দিনের মাথায় পেচারথল থানাধীন সেরমন টিলা এলাকায় গভীর জঙ্গল থেকে নিখোঁজ হওয়া স্বামী রাহুল ধরের পচাগলা দেহ উদ্ধার হয়। তবে এই হত্যাকান্ডে কারা জড়িত ? কেনই বা এই খুনের ঘটনা। সেই সুরাহার দিকে তাকিয়ে আছে গোটা মহকুমাবাসী।