বিলোনিয়াঃ
বিলোনীয়া সাতমুড়া এলাকাতে মর্মান্তিক মৃত্যু দুই সন্তানের জননীর । অনুমান করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটে মৃত্যু হয় দুই সন্তানের জননীর। নাম প্রিয়ঙ্কা দাস । ঘটনাটি ঘটে গতকাল রাতে বিলোনিয়া সাতমুড়া এলাকাতে। সেই সময় বাড়িতে বিকলাঙ্গ পাচ বছরের শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না । দুই সন্তানের জননী প্রিয়াঙ্কার স্বামী সুব্রত দেব পেশায় একজন গাড়ি চালক । রাতে সুব্রত বাড়িতে আসার পর দেখতে পায় স্ত্রী প্রিয়ংকা পরে রয়েছে মাটিতে । এরপর খবর দেয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনীয়া দমকল বাহিনীর কর্মীরা । ঘটনাস্থল থেকে দুই সন্তানের জননীকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর দুই সন্তানের জননী প্রিয়ঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ছুটে আসে প্রিয়াংকার বাপের বাড়ির লোকজন । প্রিয়াঙ্কার মৃত্যুর খবর শুনতেই কান্নায় ভেঙ্গে পড়ে ।