Home BREAKING NEWS ভূমিকম্পে বিশালগড় থানা সহ বেশ কিছু বাড়ি ঘরে ফাটল, আতঙ্ক

ভূমিকম্পে বিশালগড় থানা সহ বেশ কিছু বাড়ি ঘরে ফাটল, আতঙ্ক

by News On Time Tripura
0 comment

বিশালগড়:

শনিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা রাজ্য। তীব্রতা এতটা না হলেও উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় ভূমিকম্পের তীব্র এবং ব্যাপক প্রভাব দেখা যায় রাজ্যজুড়ে । তার মধ্যে বিশালগড় মহকুমায় এই ভূমিকম্পের ব্যপক প্রভাব পরিলক্ষিত হয় । বিশালগড় থানার দেওয়ালে ফাটল ধরে। তার সাথে বিশালগড় রাউৎখলা এবং জাঙ্গালিয়া এলাকার বেশ কয়েকটি বাড়িঘরেও ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখা ধরে যায়। বিশালগড়ের রাউৎখলা এলাকায় উত্তম রায় ও শুভা রানী রায়ের বাড়ির বসতঘরে এমনভাবে ফাটল ধরেছে বর্তমানে তাদের বসবাস করাটাই ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শুভা রানী রায়ের ঘরে ছেলে ও তার স্ত্রী সহ নাতী একই ঘরে থাকেন। একই অবস্থা স্থানীয় উত্তম রায়ের ঘরেও। স্থানীয় বিধায়ক বহিরাজ্যে অবস্থান করায়, বিধায়কের আদেশে কিছুক্ষণের মধ্যেই বিশালগড় বিজেপি মন্ডলের কতিপয় কর্তৃপক্ষ প্রভাবিত বাড়ি ঘর পরিদর্শন করেন এবং তাদের প্রশাসনিক সহায়তার আশ্বাস প্রদান করেন। তবে হঠাৎ করেই কয়েক সেকেন্ডের ভূকম্পনে রীতিমতো বিশালগড়ের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

You may also like