বিশালগড়ঃ
সোমবার দুপুরে বিশালগড় রাস্তা মাথা স্থিত কমিউনিটি হলে বিশালগড় ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়। বিশাল গড় পঞ্চায়েত সমিতির সহযোগিতার বিশালগড় মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিশাল গড় ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় রাস্তার মাতা কমিউনিটি হলে। ব্লক ভিত্তিক যুব উৎসবে প্রদীপ জ্বেলে শুভ সূচনা করেন বিশাল গড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, বিশাল গড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীক অনুরাগ সেন, এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা ডাঃ ভারতী নিগম, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক,সুবীর চৌধুরী, , প্রাক্তন শারীরিক শিক্ষক রথী রন্জন ভৌমিক, ,সহ বিশিষ্ট জনেরা। বিশাল গড় ব্লক ভিত্তিক যুব উৎসবে প্রদীপ জ্বেলে উদ্বোধন শেষ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিরা। ব্লক ভিত্তিক যুব উৎসবে সমবেত নিত্য, সমবেত সংগীত, একক নিত্য, একক সংগীত, পোস্টার লিখন, আবৃতি প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা শতাধিক এর উপরে শিল্পী অংশগ্রহণ করেন বিশাল গড় ব্লক এলাকা থেকে। বিশাল গড় ব্লকভিত্তিক প্রতিযোগিতার যে সমস্ত প্রতিযোগি প্রথম স্থান অধিকার করেন আগামী ২৮ শে নভেম্বর জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।