পশ্চিমবঙ্গঃ
ত্রিপুরার পর দাদার কথা মনে পড়ল মমতার । ত্রিপুরা সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করার ৬ মাস পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার ব্র্যান্ড এম্বাসেডর করল পশ্চিমবঙ্গ সরকার।
২৩ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে পাচ্ছে ত্রিপুরা। আর মঙ্গলবার সেই ঘোষণার ছ’মাস পূর্ণ হওয়ার দু’দিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদের দায়িত্ব দিলেন সৌরভকে। বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য সৌরভের সঙ্গে আলোচনার বিষয়ে মাঝখানে পর্যটনমন্ত্রী বা দফতরকে রাখেননি। তিনি নিজেই সরাসরি ঘোষণা করে দেন। সেই ঘোষণার মঞ্চে দাঁড়িয়েই সৌরভের হাতে ব্যক্তিগত ভাবে একটি চিঠি তুলে দেন। নবান্ন সূত্রে খবর, সরকারি ভাবে পরে নিয়োগপত্র দেবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে মমতার ঘোষণা মতো ত্রিপুরা আর বাংলার দায়িত্বের মধ্যে ফারাক রয়েছে। সৌরভ ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর বাংলার ক্ষেত্রে তিনি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এর আগে বাংলার সঙ্গে যে চুক্তি হয়েছিল অভিনেতা শাহরুখ খানের সঙ্গে।