Home উদ্যমী যৌবন অনুর্দ্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব

অনুর্দ্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব

by News On Time Tripura
0 comment

গোলাঘাটিঃ সিপাহীজলা প্লে সেন্টারের উদ্যোগে শুরু হলো অনুর্দ্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সিপাহীজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আয়োজিত নরেশ চন্দ্র দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক তথা বিশালগড় ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সুশান্ত দেব। উপস্থিত ছিলেন সিপাহীজলা প্লে সেন্টারের সচিব সৈকত লস্কর, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, প্রধান নিশিকান্ত শীল, পুলিশ অফিসার মনোরঞ্জন নমশূদ্র,  সমাজসেবক রামকৃষ্ণ সাহা, শচিন্দ্র দত্ত প্রমুখ। বিধায়ক সুশান্ত দেব বলেন নেশা মুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যুব সমাজকে খেলার মাঠে টেনে আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উদয়পুর একাদশ মুখোমুখি হয় এগিয়ে চলো একাদশের সঙ্গে। টসে জিতে ব্যাটিং করে ৩২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫১ রান করে এগিয়ে চলো। জবাবে খেলতে নেমে মাত্র ৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উদয়পুর। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে উদয়পুরের শ্রীমান দেবনাথ। সিপাহীজলা প্লে সেন্টারের সৈকত লস্কর জানান ১২ টি দল অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হবে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato