
কৈলাশহরঃ
আবারও সাফল্য পেল কৈলাশহর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ এবং বুধবার তাকে কৈলাশহর দায়রা আদালতে পাঠানো হয়। প্রাপ্ত সংবাদে জানা যায় মঙ্গলবার কৈলাশহর থানার পুলিশের কাছে খবর আসে যে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকায় এক যুবক ঘোরাফেরা করছে, তারপর পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে এসে ওই যুবকটিকে আটক করে কৈলাশশহর থানায় নিয়ে আসে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। সে পুলিশকে জানায় সে বাংলাদেশী সে অবৈধভাবে ভারত বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে ভারতের প্রবেশ করেছিল এবং কৈলাসহর এলাকায় তার এক নিকট আত্মীয়র বাড়িতে এসেছিল এবং সেখানেই থাকতো তার বিরুদ্ধে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে এ ব্যাপারে আজ জানিয়েছেন কৈলাশহর থানার ওসি সঞ্জীব লস্কর।