ফটিকরায়ঃ
উপচে পড়া দর্শকের ভীড়ে জমজমাট আয়োজনে সম্পন্ন হল ফটিকরায়ের অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফটিকরায় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচের খেলা। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজনগর বনাম কৈলাশহর ভাই ভাই এফসি। টানটান উত্তেজনাময় এই খেলায় দুই এক গোলে জয় লাভ করে রাজনগর। বিজয়ীদের হাতে একটি শীতাতাপ নিয়ন্ত্রণের গাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং পরাজিত দলের জন্য ছিল মোটর বাইক। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরেই সূচনা হয় ফাইনাল ম্যাচের। আজকের এই খেলায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বনিক, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্যরা।