বিলোনিয়াঃ
এলাকার বিধায়কের বিরুদ্ধে মামলা। বিরোধী দুই বিধায়কের বিরুদ্ধে মামলা করল রেল দপ্তর। বিলোনিয়া রেল স্টেশনে ডেপুটেশন দেওয়ার অপরাধে বিধায়ক এবং সিপিআইএম নেতৃত্বদের বিরুদ্ধে মামলা করলো উত্তর-পূর্ব রেল । উল্লেক্ষ, বিলোনীয়া রেল ষ্টেশানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া , রেল দপ্তরের ঘোষিত ডেমো ট্রেইন সহসা চালু করা, দেওঘর এক্সপ্রেস সহ দূর পাল্লার সকল রেল সাব্রুম রেল ষ্টেশান থেকে ছাড়ার দাবীতে গত ১০ সেপ্টেম্বর বিলোনীয়া রেল স্টেশনে মিছিল ও বিলোনীয়া রেলষ্টেশানের দায়িত্ব প্রাপ্ত রেল আধিকারিকের মাধ্যমে উত্তর – পূর্ব রেল আধিকারিক ও রিজিওনাল ম্যানাজারের নিকট ডেপুটেশন প্রদান করার অপরাধে সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, সিপিআই(এম) দক্ষিন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা বিলোনীয়ার সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন, ঋষ্যমুখের সিপিআই(এম) বিধায়ক অশোক মিত্র, বরিষ্ট আইনজীবি জ্যোতীর্ময় সোমের বিরুদ্ধে মামলা করল উত্তর – পূর্ব রেল। সোমবার আগরতলা রেল পুলিশের তিন আধিকারিক কোন রকম অনুমতি ছাড়া সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা অফিসে ঢুকে উত্তর – পূর্ব রেলের পক্ষ থেকে দায়ের করা মামলা মামলার নাম্বার ৫৬/২৩, আন্ডার সেকশান ১৪৭/১৪১ ১৯৮৯ রেলওয়ে অ্যাক্টে অভিযুক্তদের খুঁজতে থাকে। রেল পুলিশের এহেন আচরনে তীব্র ক্ষোভ ব্যাক্ত করেন সিপিআই(এম) দক্ষিন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন। সিপিআই(এম) দক্ষিন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার জানান একটা গনতান্ত্রিক রাষ্ট্রে মানুষের কথা বলা, মত প্রকাশ করা, জনস্বার্থে কোন বিষয়ে আনন্দোলন করা যাবেনা ? এটা কি চলছে? মানুষ কিন্তু সব দেখছেন, মানুষই তার জবাব দেবেন।