আগরতলাঃ
বিজেপি সরকার প্রতিষ্ঠার পরেই সরকারি চাকরির পরিবর্তে আত্মনির্ভরতার দিকেই রাজ্যের বেকারদের মনযোগী হবার জন্য বার বার উপদেশ দেওয়া শুরু হয়। সরকারি চাকুরীর মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর তার জন্যই সরকার বার বার বেকারদের স্বরোজগারী হবার জন্য উদ্বুদ্ধ করছে। আর বেকারদের জন্য নতুন এক প্রকল্পের মাধ্যমে তাদের স্বরোজগারী হবার পথকে আরও মসৃন করার উদ্যোগ নিল রাজ্য শিল্প উন্নয়ন নিগিম। “যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা” নামক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলা থেকে বেকার যুবকদের শিল্প মুখী করে তোলার কাজ করা হবে। এই প্রকল্পে প্রতিটি জেলা থেকে ১০০ জন করে যুবক যুবতীদের রাজধানীর বোধজংনগর এবং আরকে নগর শিল্প এলাকা পরিদর্শন এবং শিল্প স্থাপনে তথ্যভিত্তিক ওয়ার্কশপের মাধ্যমে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এরপর ওয়ার্কশপে অংশগ্রহনকারী বেকারদের ব্লকস্তরে সহযোগিতা প্রদান সহ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় শিল্প স্থাপনের জন্য জমি এলট করার ব্যবস্থাও করা হবে। প্রাথমিকস্তরে শিল্প স্থাপনে উৎসাহী যুবক যুবতীদের বিনা গ্যারান্টিতে ১০ লক্ষ টাকার লোন দেওয়ার ব্যবস্থাও করা হবে শিল্প নিগমের তরফ থেকে। শুক্রবার শিল্প নিগম ভবনে এক সাংবাদিক সম্মেলনে নিগমের এই প্রকল্প সম্পর্কে বিস্তৃত জানিয়েছেন টিআইডিসি চ্যায়ারমেন নবাদল বনিক।