Home BREAKING NEWS ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি বয়কট পোলিটব্যুরোর

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি বয়কট পোলিটব্যুরোর

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাণে। সারা দেশে সাংগঠনিক ভাবে দূর্বল হতে থাকলেও ঔদ্ধত্য কমেনি বামফ্রন্টের প্রধান মুখ সিপিএম-এর। এবার বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি বয়কট করল সিপিএম। দেশে লোকসভা নির্বাচনের আগে  বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে  সিপিএম ‘ধরি মাছ, না ছুঁই পানি’ লাইনে হাঁটছিল আগে থেকেই।  রবিবার তা প্রকাশ্যে এল।  দু’দিনের পলিটব্যুরোর বৈঠক শেষে সিপিএম জানিয়ে দিল, তারা ‘ইন্ডিয়া’য় আছে। তবে জোটের সমন্বয় কমিটিতে নেই। থাকবেও না। ১৪ জনের সমন্বয় কমিটির ১৩ জনের নাম ঘোষনা করা হলেও,  কমিটির ১৪ নম্বর জায়গাটি ফাঁকা ছিল সিপিএমের জন্য। পরে নাম জানানো হবে বলে পার্টির তরফে জানানোও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তৃনমুলের অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে এক কমিটিতে না-যাওয়ার সিদ্ধান্ত নিল সিপিএম পলিটব্যুরো। শুধু তা-ই নয়, সিপিএম এখন বলছে, ‘ইন্ডিয়া’য় এমন কোনও ‘সাংগঠনিক কাঠামো’ থাকা উচিত নয়, যা বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। দেশের রাজনৈতিক ইতিহাসে সিপিএম-এর এই অবস্থান নতুন নয়। এমন ঐতিহাসিক ভুল এনারা অনেক করেছেন এবং পরে স্বীকারও করেছেন। সিপিএম এর এই পদক্ষেপ বিরোধী জোটে রাজনৈতিক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

You may also like