
খোয়াইঃ
বহিরাজ্যের এক প্রাইভেট গাড়ি থেকে গাজা উদ্ধার । সন্দেহজনক একটি প্রাইভেট গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করল খোয়াই পুলিশ। শুক্রবার রাত এগারোটা নাগাদ খোয়াই থানায় একটি গাড়ি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক ও সহচালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় শুক্রবার রাত আনুমানিক আটটা থেকে খোয়াই থানাধীন চেব্রি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গাড়িটি দাঁড় করানো ছিল। বহিরাজ্যের নাম্বার যুক্ত প্রাইভেট গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সাথে সাথে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তল্লাশিতে গাড়ির বিভিন্ন গোপন কক্ষ থেকে প্রায় ৫০কেজি গাজা উদ্ধার হয়। পুলিশ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে দুইজনের বিরুদ্ধে।